বিনোদন

ভিন্ন লুকে মেহজাবীন

আবারও ভিন্ন এক লুকে দেখা গেছে মেহজাবীনকে। পরনে সাদা শাড়িতে নীল স্ট্রাইপ। সঙ্গে সাদা ব্লাইজ। মলিন মুখে, পা গুটিয়ে বসে আছেন তিনি। দৃষ্টি অপলক। ছবিতে কারাগারে বসে থাকতে দেখা গেছে এ অভিনেত্রীকে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি সিরিজে অভিনয় করছেন মেহজাবীন। তারই লুক প্রকাশ হয়েছে। তবে কাজটি নিয়ে খুব বেশি তথ্য দেয়নি চরকি। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, কখন মেহ্জাবীনকে দেখা যাবে তা জানতে চোখ রাখুন চরকির পর্দায়।

কিছুদিন আগে আফরান নিশোর নতুন একটি লুক প্রকাশ হয়েছিল। শিহাব শাহীনের ‘সিন্ডিকেট’ সিরিজের লুক ছিল সেটি। প্রকাশের পর তাতে বেশ সাড়া দিয়েছেন নেটিজেনরা। নিশোর প্রশংসাও করেছেন অনেকে।

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ২০০৯ সাল থেকে নিয়মিত কাজ অভিনয় করছেন। মেহজাবীন অভিনীত প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’। এটি নির্মাণ করেছিলেন ইফতেখার আহমেদ ফাহমি।

এই বিভাগের অন্য খবর

Back to top button