বিনোদন

মিশা সওদাগরের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

মিশা সওদাগর। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব। গত দুই দিন ধরে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে তিনি আর বেঁচে নেই। এতে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় মিশা সওদাগর বলেন, “এ নিয়ে কি বলা উচিত বুঝতে পারছি না। খুব বিব্রতকর পরিস্থিতি। এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল। আমি মাত্র দুই দিন আগে আমেরিকা থেকে দেশে ফিরেছি। বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং শুরু করব এ সপ্তাহেই। তার প্রস্তুতি নিতে গিয়েই এমন গুজব শুনতে হলো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কেউ যেন গুজবে কান না দেন এবং অহেতুক এ ধরনের খবর ছড়ান না। আমার জন্য সবাই দোয়া করবেন।”

এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই অভিনেতার মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর নতুন কাজে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

প্রসঙ্গত, প্রায় ৩২ বছরের অভিনয় ক্যারিয়ারে মিশা সওদাগর ঢালিউডের অন্যতম জনপ্রিয় খল-অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তথ্যসূত্র: আরটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button