বিনোদন

১০০ সন্তানকে মানুষের মতো মানুষ করতে চায় পরীমণি

পডকাস্ট সেটে পরীমণি। ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি সম্প্রতি হাজির হয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দশম পর্বে। প্রায় ১০০ মিনিটের দীর্ঘ এই পর্বে তিনি শেয়ার করেছেন অনেক অজানা ও চমকপ্রদ অভিজ্ঞতা।

ফেসবুকে প্রায় ১৬ মিলিয়ন অনুসারী নিয়ে শীর্ষে থাকা এই তারকা জানালেন, আগের তুলনায় এখন তিনি অনেক বেশি পরিণত। পরীমনি বলেন, “এখন আমি ভেবেচিন্তে কাজ করি, যেটা আগে করতাম না। আমার এই পরিবর্তন আসলে সন্তানদের জন্য।”

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে পরীমনি জানান, এতদিন কোনো সঞ্চয় না থাকলেও এখন তিনি নিয়মিত সঞ্চয় করছেন সন্তানদের ভবিষ্যতের জন্য। তার ভাষায়, “আমার যদি দুই টাকাও আয় হয়, আমি চাই সেটা যেন বাচ্চারা বড় হয়ে ভোগ করতে পারে।”

মজা করে অভিনেত্রী আরও বলেন, “আমি এখন পুণ্য ও প্রিয়মের মা, তবে আরও ৯৮টি সন্তান চাই! মোট ১০০ সন্তানকে বড় করে মানুষের মতো মানুষ করতে চাই। এ যুগে সন্তান পালনে অনেক অর্থের প্রয়োজন। ব্যক্তি বা নায়িকা হিসেবে ব্যর্থ হতে পারি, কিন্তু মা হিসেবে কখনো ব্যর্থ হব না।”

পডকাস্টে পরীমনি জানিয়েছেন, সিনেমায় আসার আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ভয়ে পালিয়ে গিয়ে আর স্কুলে ফেরেননি।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

তথ্যসূত্র: খবর সংযোগ

এই বিভাগের অন্য খবর

Back to top button