অভিনয়ে আর ফিরবেন না, চাকরি খুঁজছেন হাসান মাসুদ

হাসান মাসুদ। ছবি: সংগৃহীত
একসময় নাটক ও চলচ্চিত্রে জনপ্রিয় মুখ ছিলেন হাসান মাসুদ। ‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’ এবং ‘ব্যাচেলর’— প্রতিটি কাজে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অনন্য অভিনয়ে। তবে দীর্ঘদিন ধরেই তাকে পর্দায় দেখা যাচ্ছে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুণী অভিনেতা জানান, তিনি এখন আর অভিনয় নয়, খুঁজছেন একটি চাকরি। তার ভাষায়, “আমি এখন একটা জব খুঁজছি। একটা ভালো জব পেলেই ঢুকে যাবো—সেটা সাংবাদিকতা, অ্যাডমিনিস্ট্রেশন, যেকোনো ক্ষেত্রেই হোক। চেষ্টা করছি, তারপর হয়তো একেবারেই হারিয়ে যাবো।”
অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। বরং ইঙ্গিত দিয়েছেন পুরনো পেশা সাংবাদিকতায় ফেরার। বলেন, “সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে, যদি ভালো কোনো অফার পাই।”
দর্শকদের উদ্দেশে হাসান মাসুদ বলেন, “দর্শকদের কাছে আমার শুধু একটাই অনুরোধ—সবসময় সৎ থাকবেন, সত্য বলবেন। এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে, পরকীয়ার দিকে ঝোঁক। এটা থেকে বিরত থাকুন। তাহলেই জীবন শান্তি ও সুখে ভরে উঠবে।”
১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন হাসান মাসুদ। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নিয়ে শুরু করেন ক্রীড়া সাংবাদিকতা। পরে বিবিসি বাংলায় চার বছর কাজ করার পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় নাটক ও চরিত্র উপহার দেওয়া এই অভিনেতা এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন—অভিনয় থেকে বিদায় নিয়ে অন্য পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন হাসান মাসুদ।