আজ বিশ্ব হার্ট দিবস

ছবি: সংগৃহীত
আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। প্রতি বছর ২৯ সেপ্টেম্বর এ দিবস পালনের মাধ্যমে হৃদ্রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হৃদ্রোগ ও স্ট্রোকসহ বিভিন্ন কার্ডিওভাসকুলার রোগ বিশ্বে মৃত্যুর প্রধান কারণ। প্রতি বছর কোটি কোটি মানুষ এ ধরনের রোগে প্রাণ হারান।
বিশেষজ্ঞরা জানান, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হৃদ্রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “Use Heart, Know Heart”। এ স্লোগানের মাধ্যমে হৃদ্যন্ত্রের যত্নে সচেতন হওয়ার পাশাপাশি মানুষকে সুস্থ জীবনধারায় উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে সেমিনার, র্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।