স্বাস্থ্য

হার্ট অ্যাটাকের আগাম সংকেত জানুন মাত্র ৫ সেকেন্ডের পরীক্ষায়

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে সারা বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। অথচ এর প্রাথমিক লক্ষণগুলো এতটাই সাধারণ যে অনেক ক্ষেত্রেই তা আমরা বুঝতে পারি না। সাধারণত বুকে ব্যথা বা শ্বাসকষ্টকে হৃদরোগের মূল উপসর্গ ধরা হলেও, শরীর এর আগেই ছোট ছোট সংকেত দিয়ে সতর্ক করে।

সম্প্রতি মেডিসিন বিশেষজ্ঞ সারমেদ মেজের একটি ভিডিওতে এমনই এক সহজ পরীক্ষার কথা উঠে এসেছে, যা হৃদ্‌যন্ত্রের গুরুতর সমস্যা, বিশেষ করে হার্ট ফেলিওরের আগাম ইঙ্গিত দিতে পারে। ভিডিওটি প্রকাশের পরই এটি নিয়ে আলোচনা শুরু হয়।

ডা. মেজ তার অনুসারীদের ‘পিটিং ইডিমা’ নামক উপসর্গের দিকে নজর দিতে বলেছেন। পায়ের ফোলা অংশে আঙুল দিয়ে চাপ দিলে যদি সেখানে একটি গর্ত বা টোল পড়ে এবং তা দ্রুত আগের অবস্থায় না ফেরে, তবে সেটিই পিটিং ইডিমা।

তবে তিনি পরিষ্কার করেছেন, এ ধরনের লক্ষণ দেখা মানেই বড় কোনো সমস্যা হয়েছে— তা নয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত গরম, গর্ভাবস্থা বা স্থূলতার কারণেও পায়ে পানি জমতে পারে। কিন্তু এই ফোলাভাব যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা শিরা-ধমনীর দুর্বলতা, হার্ট ফেলিওর, কিডনি বা লিভারের রোগের ইঙ্গিত হতে পারে। আর এক পায়ে ফোলা দেখা দিলে সেটি রক্ত জমাট বাঁধার লক্ষণও হতে পারে।

ডা. মেজ বলেন, এ ধরনের উপসর্গ দেখা দিলে নিজে থেকে কারণ অনুমান না করে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। কারণ নিশ্চিত করতে রক্ত পরীক্ষা, ইকোকার্ডিয়োগ্রাম বা আলট্রাসাউন্ডের মতো পরীক্ষার প্রয়োজন হয়।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, “পায়ে ফোলা ভাব বা টোল পড়ার মতো লক্ষণ দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।”

সূত্র : আজকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button