
ছবি: সংগৃহীত
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯৮ জন, দক্ষিণ সিটিতে ১২১ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ২০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, বরিশালে ১৯৫ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৮২ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে মোট ২১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১০ জন পুরুষ ও ১০২ জন নারী। এ ছাড়া এ পর্যন্ত ৪৯ হাজার ৯০৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।