১৮ বছর হলেই করা যাবে একত্রবাস, গুরুত্বপূর্ণ রায় রাজস্থান হাইকোর্টের

ভারতে প্রাপ্তবয়স্ক দু’জন চাইলে বিয়ে ছাড়াই স্বেচ্ছায় একত্রবাস (সিভিল লিভ-ইন) করতে পারবেন- এমনই যুগান্তকারী পর্যবেক্ষণ দিল রাজস্থান হাইকোর্ট। আদালত জানায়, বিয়ের উপযুক্ত বয়স না হলেও ১৮ বছর পূর্ণ হলেই ব্যক্তিগত স্বাধীনতার অধিকার অনুযায়ী একত্রবাসে কোনও আইনি বাধা নেই। শুধুমাত্র বয়সের অজুহাতে কাউকে এ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
কোটা থেকে আদালতে মামলা
ঘটনাটি রাজস্থানের কোটা শহরের। ১৮ বছরের এক তরুণী ও ১৯ বছরের এক তরুণ পারিবারিক সম্মতিতে নয়, স্বেচ্ছায় একসঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেন। এ উপলক্ষে ২০২৫ সালের ২৭ অক্টোবর তারা চুক্তিবদ্ধও হন। কিন্তু মেয়ের পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় হুমকি ও হয়রানির মুখে পড়েন ওই যুগল। এ অবস্থায় পুলিশে অভিযোগ করেও সমাধান না মেলায় তারা হাইকোর্টের দ্বারস্থ হন।
রাষ্ট্রপক্ষের যুক্তি খারিজ
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিবেক চৌধুরি আদালতে যুক্তি দেখান- পুরুষের বয়স ২১ বছরে না পৌঁছানোয় তাকে লিভ-ইনে থাকার অনুমতি দেওয়া উচিত নয়, কারণ আইনে বিয়ের ন্যূনতম বয়স পুরুষের ক্ষেত্রে ২১ বছর।
কিন্তু আদালত এই যুক্তি নাকচ করে মন্তব্য করে-
“সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা ও জীবনযাপনের অধিকার রয়েছে। বিয়ের বয়স এবং একত্রবাস- দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ভারতীয় আইনে একত্রবাস নিষিদ্ধ নয়, অপরাধও নয়।”
যোধপুর (গ্রামীণ) ও ভিলওয়ারা জেলার পুলিশ সুপারকে এই অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। প্রয়োজনে যুগলকে নিরাপত্তা দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এই রায়ে স্পষ্ট হলো-
- দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি পারস্পরিক সম্মতিতে একত্রবাস করতে চাইলে পরিবার বা প্রশাসন বয়সের অজুহাতে বাধা দিতে পারবে না।
- ব্যক্তিগত স্বাধীনতা ও পছন্দের অধিকার রাষ্ট্রীয় আইনের পরিপন্থী নয়।
*লিভ-ইন রিলেশন কোনও অপরাধ বা নিষিদ্ধ সম্পর্ক নয়, আইনিভাবে স্বীকৃত।
তথ্যসূত্র: আরটিভি



