আন্তর্জাতিক খবর
বিশ্বের শীর্ষ ধনী হলেন “ইলন মাস্ক’

জেফ বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী হলেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক। বিখ্যাত সাময়িকী ফোর্বসের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
বর্তমানে ইলন মাস্ক ২১৯ বিলিয়ন ডলার সম্পদের মালিক। যেখানে বেজোসের মোট সম্পদের মূল্য ১৭১ বিলিয়ন ডলার।
এখন পর্যন্ত ৩৬তম বারের মতো শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করলো ফোর্বস। এবার সেই তালিকায় দুই হাজার ৬৬৮ ধনকুবেরকে স্থান দেয়া হয়েছে। তবে তাদের মোট সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় কিছুটা কমেছে। এ বছরে এসে ধনীদের মোট সম্পদ ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর যা ছিলো ১৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। মহামারি, যুদ্ধ ও বিশ্ব বাজারের অস্থিতিশীলতাকে সম্পদ বৃদ্ধিতে ভাটার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।