আন্তর্জাতিক খবর
প্রধান খবর

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো আরব আমিরাত

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ নয়টি দেশের পর্যটন ও কর্ম ভিসা, এমনকি ব্যবসায়িক ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ট্রাভেল প্ল্যাটফর্ম ইউএই ভিসা অনলাইন জানায়, যেসব দেশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেগুলো হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড-১৯-এর মতো মহামারীকে এ নিষেধাজ্ঞার কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি দেশটি।

নিষেধাজ্ঞাটি সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়নের ভিত্তিতে তা পর্যালোচনা করা হবে। তবে যারা ইতোমধ্যেই বৈধ ভিসা নিয়ে দেশটিতে বসবাস করছেন, তাদের ওপর এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

তথ্যসূত্র: রাইজিং বিডি

এই বিভাগের অন্য খবর

Back to top button