গাজা যুদ্ধ বন্ধে সম্মতি ইসরায়েলের

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন; এতে সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
প্রস্তাব অনুযায়ী হামাস সম্মতি দিলে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত—সব জিম্মিই মুক্তি পাবে। একই সঙ্গে হামাস গাজার নিয়ন্ত্রণ তুলে দেবে এবং সেখানে আমেরিকা, ইউরোপ ও আরব দেশদের নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যার প্রধান ভূমিকায় থাকবেন ট্রাম্প।
প্রস্তাবে বলা হয়েছে, গাজার বাসিন্দারা তাদের নিজত্রেই থাকবেন এবং কাউকে জোরপূর্বক অন্য কোনো দেশে পাঠানো হবে না। জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আরম্ভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ট্রাম্প জানিয়েছেন গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে এবং এ কাজে আরব দেশগুলো সহায়তা করবে—তারা হামাসকে নিরস্ত্র করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া হামাসের সুড়ঙ্গসহ সব অবকাঠামো ধ্বংস করা হবে বলে তিনি জানান।
ট্রাম্প গত একদিনে জাতিসংঘ অধিবেশনকালে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের ভিত্তি গঠনের চেষ্টা করেছিলেন। তিনি অরব দেশগুলো যদি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তবে ইসরায়েলই তা করবে, এবং তাতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
তথ্যসূত্র: ইত্তেফাক