আন্তর্জাতিক খবর

বিশ্বের প্রথম অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক

ইলন মাস্ক। ছবি: রয়টার্স

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে অর্ধ ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলারের মালিকানা অর্জন করলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ফোর্বস বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১০ দশমিক ১ বিলিয়ন ডলার।

টেসলা ও স্পেসএক্সের শেয়ারের ঊর্ধ্বগতিই মাস্কের সম্পদ বৃদ্ধির প্রধান কারণ। চলতি বছর টেসলার শেয়ারের দর ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ছাড়াও রকেট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই-এর বাজারমূল্য বৃদ্ধিও অর্ধ ট্রিলিয়ন ডলার অর্জনে ভূমিকা রেখেছে।

ফোর্বসের সূচক অনুযায়ী, ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওরাকলের প্রধান ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ ৩৫০ দশমিক ৭ বিলিয়ন ডলার। গত মাসে শেয়ারমূল্য হঠাৎ ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তিনি সাময়িকভাবে মাস্ককে পেছনে ফেলেছিলেন।

তৃতীয় স্থানে রয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ ২৪৫ দশমিক ৮ বিলিয়ন ডলার।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button