বগুড়ায় ঝড়ে ২ জনের মৃত্যু

বগুড়ায় ঝড়ে দেয়াল ও গাছ চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ভেঙে পড়ে অনেক ঘরবাড়ি। ক্ষতি হয়েছে বোরো ধানসহ বিভিন্ন মৌসুমি ফলের।
শনিবার ভোরে কাহালু উপজেলায় মাছপাড়া গ্রামে দেয়ালচাপায় মারা যান শাহিন (৪৫) নামে এক দিনমজুর। ঝড়-বৃষ্টিতে একটি গাছ উপড়ে তার বাড়ির ওপর পড়ে। এসময় গাছের ভারে মাটির দেয়াল ধসে পড়ে। দেয়ালচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহীন গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী গ্রামের বাসিন্দা।
অন্যদিকে ঝড়-বৃষ্টির সময় বগুড়ার শাজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামে গাছচাপায় আব্দুল হালিম (৫১) নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল হালিম বৃকুষ্টিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, শনিবার ভোরের ঝড়ে একটি গাছ ভেঙে তার বাড়ির ওপর পড়ে। সকালে বাড়ির ওপর থেকে গাছ সরাতে ডাল কাটছিলেন তিনি। ওই সময় ওই গাছের চাপায় পড়ে গুরুতর আহত হন আব্দুল হালিমে শজিমেক হাসপাতালে নেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
দেয়াল ও গাছচাপায় দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন এবং শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
এসএ