জাতীয়

অন্তর্বর্তী সরকারে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন: উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকে আগামী নির্বাচনে অংশ নেবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, “আমি ইতোমধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছি। শুধু আমরা দুজন ছাত্র উপদেষ্টা নই, সরকারের সঙ্গে কাজ করা আরও অনেকে নির্বাচনে নামতে পারেন।”

নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া নিয়ে আসিফ মাহমুদ বলেন, মনোনয়ন দাখিলের আগে তিনি পদত্যাগ করবেন এবং সে অনুযায়ী প্রস্তুতি চলছে। তবে অন্যান্য সরকারি প্রক্রিয়া উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন—এ প্রশ্নে তিনি মন্তব্য এড়িয়ে বলেন, “রাজনৈতিক বিষয়ে এখনই কিছু বলা ঠিক হবে না।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সম্ভাব্য অনিয়ম নিয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগ পাওয়া গেলে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে এবং প্রমাণ মিললে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তথ্যসূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button