করোনা আপডেটজাতীয়
প্রধান খবর

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০৬ জনে।

একই সময়ে নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৭৬ জনে।

মঙ্গলবার (১৭ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫.৭৭ শতাংশ। আর মহামারি শুরুর পর থেকে গড় শনাক্তের হার ১৩.০৫ শতাংশ।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হন। একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে সরকার।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button