
আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। ছবি: প্রথম আলো
জাতিসংঘের ৮০তম অধিবেশনে অংশ নিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে তার সঙ্গী হচ্ছেন চার রাজনৈতিক দলের প্রতিনিধি—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসাইন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে ড. ইউনূস যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
তৌহিদ হোসেন জানান, এবারই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ পরিষদে ড. ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্যভিত্তিক সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন। বিশেষ রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার সফরসঙ্গী হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এছাড়া এ অধিবেশনে বিশ্ব যুব কর্মসূচির ৩০ বছর পূর্তি এবং নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক রেজ্যুলুশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের সভাতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের জাতিসংঘ অধিবেশনের সব অগ্রাধিকার ইস্যুই বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। এসব ইভেন্টে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশন শেষে আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।