রাজনীতি

বগুড়ায় ক্রিকেট খেলার সামগ্রী উপহার দিলেন ছাত্রলীগ

বগুড়ায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক, লেখক ভট্টাচার্যের পক্ষ থেকে ক্রিকেট খেলার ব্যাট বল উপহার দেয়া হয়েছে।

রোববার বিকালে মালতিনগর এম এস ক্লাব মাঠে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হাসান শাওনের সৌজন্যে বগুড়া পৌর ছাত্রলীগ নেতাদের এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে আয়োজক রাকিব হাসান শাওন জানান, তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। আজকের তরুণ প্রজন্মরাই আগামীদিনের ভবিষ্যৎ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জনাব লেখক ভট্টাচার্যের পরামর্শ ক্রমে ভবিষ্যতেও এমন কর্মীসূচির আয়োজন করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ সভাপতি এম, এইচ বুলবুল, বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া পৌর শাখার সহ-সভাপতি আবির হোসেন বিদুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক সামি আল সাব্বির, প্রচার সম্পদক মেফতাউল কবির হৃদয়, সিয়াম হাসান, তুষার আব্দুল্লাহ, অনন্ত মাশরাফি, নাজমুল, আদিত্য সহ নেতৃবৃন্দ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button