রাজনীতি

ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা

মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে দেওয়া বক্তব্যের পর আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে জামায়াতে ইসলামী। তাকে রাজনৈতিক ও বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির হামজা জানান, সংগঠনের দায়িত্বশীলরা তাকে শুধুমাত্র কোরআনের তাফসিরকেন্দ্রিক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “দুইজন কেন্দ্রীয় দায়িত্বশীল বলেছেন, মাহফিলে যেন সতর্ক থাকি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আর কোনো রাজনৈতিক বা বিতর্কিত বিষয়ে কথা বলব না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে ভুলবশত মুহসিন হল বলেছি। এজন্য ক্ষমাপ্রার্থী। জুলুম-অত্যাচারের কথা বলতে গিয়ে আমার এভাবে বলা উচিত হয়নি। আগামীতে সতর্ক থাকব।”

এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল নিয়ে মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “আমি হলে ছিলাম, কী হতো তা জানি। তবে এখন অনেকে বলছে এগুলোতে পানি খাওয়া হতো। যদি তাই হয়, আমি দুঃখিত। ওয়াজ করতে গেলে তুলনা করতে গিয়ে ভুল হয়ে যায়।”

ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া মন্তব্য প্রসঙ্গেও তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, “মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে এ কথা বলেছিলাম। এজন্য মাফ চেয়েছি। কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত।”

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button