বিএনপিরাজনীতি

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।”

বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। শরতের কাশফুল আর শীতের আভাস এই উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে, যা অন্ধকার থেকে আলোর উদ্ভাসনের প্রতীক।

তারেক রহমান বলেন, হিন্দু সম্প্রদায় যেন উৎসবের আনন্দ নিশ্চিন্তে ও নিরাপদে উদযাপন করতে পারেন এবং সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”

বিএনপি নেতা আরও বলেন, উৎসবের মধ্য দিয়েই বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, ভ্রাতৃত্ব প্রকাশ পায়। সংবিধানও প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, পবিত্র হাদিসে বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমের ওপর নির্যাতন বা অবিচার করলে কেয়ামতের দিন নবী (সা.) নিজেই তার বিরুদ্ধে লড়বেন।

তারেক রহমান আরও বলেন, নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। উৎপীড়ন ও কুশাসনের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত। শারদীয় উৎসবকে ঘিরে যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় কিংবা নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button