রাজনীতি

বগুড়ায় এনসিপি নেতার পদত্যাগ

মোশাররফ হোসেন স্বপন। ছবি: সংগৃহীত

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়ক মো. মোশাররফ হোসেন স্বপন পদত্যাগ করেছেন।

যদিও পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন, তবে তিনি জানিয়েছেন—দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন। এক সময় বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন স্বপন।

চব্বিশের ৫ অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এনসিপির বগুড়া জেলা কমিটির সদস্য এবং কেন্দ্রীয় শ্রমিক উইংয়ের প্রথম যুগ্ম সমন্বয়ক হন। গত ১৫ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দিলেও এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তিনি।

পদত্যাগের বিষয়ে মোশাররফ হোসেন স্বপন এক সংবাদ মাধ্যমকে বলেন, “দলটির ভবিষ্যৎ দেখছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু এখনো থানা বা ইউনিয়ন কমিটি গঠনের কোনো উদ্যোগ নেই। পরিচিত বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও দলে আনার চেষ্টা করা হয়নি।”

তিনি আরও বলেন, “এ অবস্থায় নতুন এই দল রাজনীতির মাঠে কীভাবে টিকে থাকবে? সবকিছু বিবেচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

এই বিভাগের অন্য খবর

Back to top button