আসন্ন হজ উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশ

আসন্ন হজের প্রস্তুতির অংশ হিসেবে ৩০টি লিড হজ এজেন্সিকে তাদের বরাদ্দকৃত দেড় হাজারের বেশি হজ গাইডের নিবন্ধন আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছে প্রেরণ করে।
চিঠিতে জানানো হয়, ২০২৬ সালের হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ বছর বাংলাদেশের মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন (গাইডসহ) হজ পালন করবেন। ৩০টি লিড এজেন্সির অনুকূলে বরাদ্দ হয়েছে মোট এক হাজার ৫৯১ জন হজ গাইড।
নিবন্ধন সম্পন্ন করতে এসব গাইডের প্রাক-নিবন্ধন, সৌদি পর্বের আবশ্যিক ব্যয় এবং বিমান ভাড়ার জন্য লিড এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে গাইডপ্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়া বাধ্যতামূলক।
এ অবস্থায় নির্ধারিত সময়সীমা—৩০ নভেম্বরের মধ্যে—প্রাক-নিবন্ধন সম্পন্ন করে গাইডপ্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন শেষ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
চিঠিতে আরও জানানো হয়, ই-হজ সিস্টেমে গাইডদের নিবন্ধন সহজ করতে পিআইডি অপশন ইতোমধ্যেই চালু করা হয়েছে।



