ধর্ম

কোজাগরী লক্ষ্মীপূজা আজ

ছবি: সংগৃহীত

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ। শাস্ত্রমতে, ধন, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী লক্ষ্মী বিষ্ণুর পত্নী এবং তার শক্তির উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে লক্ষ্মী যথাক্রমে সীতা ও রাধা রূপে তার সঙ্গিনী হন।

পঞ্জিকা অনুযায়ী, সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫৪ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হয়ে চলবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিট পর্যন্ত। দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীপূজা পালন করে থাকেন।

প্রাচীনকাল থেকেই রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে সাধারণ গৃহস্থ পর্যন্ত সবাই দেবী লক্ষ্মীর আরাধনা করে আসছেন। পূজায় ব্যবহৃত হয় সিঁদুর, ঘট, ধান, মাটি, আম্রপল্লব, ফুল, দূর্বা, তুলসীপাতা, হরীতকী, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, আতপ চাল ও জল। ঘরের আঙিনায় চালের গুঁড়োর আলপনায় আঁকা হয় লক্ষ্মীর পদচিহ্ন, সঙ্গে থাকে ধানের ছড়া ও মঙ্গলঘট। এদিন নারীরা উপবাস ব্রত পালন করেন।

লক্ষ্মীপূজায় রাতজাগরণ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ‘কোজাগরী’ শব্দের অর্থ ‘কে জাগরী’— অর্থাৎ কে জেগে আছো। বিশ্বাস করা হয়, এই রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্তদের গৃহে আগমন করেন। তবে যে গৃহের দরজা বন্ধ থাকে বা গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেখান থেকে তিনি ফিরে যান।

লক্ষ্মীকে ঘিরে বাংলার জনজীবনে রয়েছে বহু জনপ্রিয় গল্প, যা ‘লক্ষ্মীর পাঁচালি’ নামে পাঠ করা হয়। এই পূজার মাধ্যমে ভক্তরা সমৃদ্ধি, শান্তি ও সৌভাগ্যের প্রার্থনা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button