শিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে ডুবে শাহাদাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহাস্থান এলাকার শীলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তারা মিয়ার ছেলে। পরিবারসহ তারা মিয়া মহাস্থানের শীলাদেবীর ঘাট এলাকার পুলিশ বক্সে বসবাস করতেন।

জানা যায়, বিকালে এক মানসিক ভারসাম্যহীন নারী নদীর তীর দিয়ে হাঁটার সময় পানিতে ভাসতে থাকা শিশুটিকে দেখতে পান। পরে তিনি খবর দিলে পরিবারের সদস্যরা গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে নাক ও কান দিয়ে পানি বের হচ্ছিল। কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, নিহত শিশুর বাবা তারা মিয়া মানসিক ভারসাম্যহীন। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে হলেও তিনি মহাস্থান এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে বিয়ে করে পুলিশ বক্সে বসবাস করছিলেন।

পানিতে ডুবে মৃত্যু রোধে সতর্কতা: সাঁতার না জানলে একা পানিতে নামবেন না। ছোট শিশুদের একা পানির ধারে যেতে দেবেন না। নৌকা বা সাঁতারের সময় লাইফজ্যাকেট ব্যবহার করুন। অপরিচিত বা গভীর পানিতে নামা থেকে বিরত থাকুন। বিপদের সময় দ্রুত আশেপাশের মানুষের সাহায্য নিন।

এই বিভাগের অন্য খবর

Back to top button