
বিপিএলে এখন পর্যন্ত ব্যর্থ কাজী নুরুল হাসান সোহান। টপ অর্ডার, মিডল অর্ডার সব পজিশনেই সুযোগ দিয়ে ফর্মে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এই উইকেট রক্ষক-ব্যাটারকে।
ব্যাট হাতে এমন বাজে পারফর্মের মধ্যেই জরিমানা গুণতে হলো সোহানকে। ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের মধ্যকার ম্যাচটিতে আম্পায়ারের দেয়া সিদ্ধান্ত মেনে না নিতে পেরে দৃষ্টিকটু আচরণ দেখান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবৃতিতে জানায়, সিলেটের ব্যাটার রবি বোপারার আউট নিয়ে আম্পায়ারের সঙ্গে অসাদাচরণ করেন। দেখা যায়, রবি বোপারাকে স্টাম্পিং করেন সোহান। এসময় তার গ্লাভস থেকে ছুটে এসে বল লাগে স্টাম্পে। যা দূর থেকে খালি চোখে দেখাও সম্ভব না। যে জন্য সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় নিচ্ছিলেন আম্পায়ার। তাতেই রেগে যান বরিশালের উইকেট রক্ষক।
এমন কাণ্ডে বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৪ ধারা ভঙ্গ হয়। ম্যাচ শেষে শুনানিতে সোহান তার বিপক্ষে আনা অভিযোগ মেনে নেন। যার কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট পান।