ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

আন্তর্জাতিক টি-টোয়েন্টি’কে বিদায় ঘোষণা করলেন তামিম

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে অবশেষে বিদায়ই বললেন।

রোববার ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ওয়ানডে সিরিজ শেষেই তিনি জানিয়েছেন এমন সিদ্ধান্ত।

সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম। এই সিরিজেও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আর সিরিজসেরা হয়েছেন তিনি।

তামিম দেশের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের। ২০২০ সালের মার্চের পর আর এ ফরম্যাটে দেখা যায়নি তাকে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button