ক্রিকেটখেলাধুলা

“এশিয়া কাপ খেলতে যাচ্ছেন লিটন’, কিন্তু জানেনই না পাপন

এশিয়া কাপে যোগ দিচ্ছেন লিটন দাস, এমন খবর সোমবার (৪ সেপ্টেম্বর) সকালেই গণমাধ্যমে আসে। পরবর্তীতে এটাও জানা যায় যে রাত নয়টার ফ্লাইটেই পাকিস্তান রওনা হবেন তিনি। তবে নতুন করে লিটনের এশিয়া কাপ খেলতে যাওয়ার বিষটি জানেন না খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, আমি এই খবরই শুনিনি ‘তাই আমার সঠিক জানাও নাই,। লিটনের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়, আমাকে তো কিছু বলেনি। আমার মনে হয় না লিটন যাচ্ছে, কারণ লিটন গেলে তো আমি জানতাম। আমার বাসায় নির্বাচকরা আজ এসেছিল, তারাও তো এ ব্যাপারে কিছু বলল না।’

আর ‘কীভাবে যাবে (লিটন)? (আমার) অনুমোদনেরও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা… আমার কাছে একদম… (বিস্ময়কর)।’-

পাপন যোগ করে বলেন, লিটনের জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারেনি। এরপর দিন দুয়েক তার জন্য অপেক্ষা করে বিসিবি। কিন্তু তারপরও লিটনের আশানুরূপ উন্নতি না হওয়ায় তার বদলি হিসেবে বিজয়কে উড়িয়ে নিয়ে যাওয়া হয় লঙ্কাতে। এখন দল পাকিস্তান অবস্থান করায় সেখানেই আছেন দলের সঙ্গে যোগ দেবেন লিটন। 

এই বিভাগের অন্য খবর

Back to top button