খেলাধুলাফুটবল

নেইমারের গোলে ব্রাজিলের জয়

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে ব্রাজিলের হয়ে জয় সূচক একমাত্র গোলটি করেন নেইমার। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করে নেইমার। এতে ০-১ গোলে জয় পায় সফরকারীরা।

সোমবার (৬ জুন) টোকিওর নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে মাঠে গড়ায় ম্যাচটি। ব্রাজিল ও জাপান দুই দলেই কাতার বিশ্বকাপে নিজেদের টিকিট নিশ্চিত করেছে। 

ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে জাপানের রক্ষণকে ব্যস্ত রাখলেও জাপানের গোলমুখ সহজেই উন্মুক্ত করতে পারেননি নেইমাররা। মোট ২১টি আক্রমণ করেছিল ব্রাজিল। এরমধ্যে পাঁচটি ছিল গোলমুখে। জাপান সাতটি আক্রমণ করলেও কোনো শটই জাল বরাবর রাখতে পারেনি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শুরু থেকেই স্বাগতিক জাপানকে চাপে রাখে ব্রাজিল। খেলার প্রথমার্ধেই ১৫ শট নেয়া নেইমাররা, যার মধ্যে তিনটি লক্ষ্যে। জাপান মাত্র দুটি শট নিতে পেরেছে, লক্ষ্যে ছিল না একটিও। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছে এশিয়ার পাওয়ার হাউজ খ্যাত দলটি।

খেলার প্রথমার্ধের শেষদিকে বেশ কয়েকটি গোছানো আক্রমণ করে ব্রাজিল। ম্যাচের ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া রাফিনহার বাঁ পায়ের শট ক্লোজ ছিল আর ৪২ মিনিটে নেইমারের বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়ে বাইরে ঠেলে দেয়  জাপান গোলরক্ষক শুইচি গোন্ডা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও ব্রাজিল নিজেদের আক্রমণ চালিয়ে যায়। তবে জাপানও ঠিকঠাক প্রতিহত করার চেষ্টা চালায়। ৫৭ মিনিটে দানি আলভেজের হেডেড পাস থেকে রাফিনহার শট পোস্টের ডানদিক ঘেঁষে চলে যায়। এরপর নেইমারের বেশ কয়েকটি চেষ্টা গোলে রূপান্তর করতে দেয়নি জাপান। 

তবে ম্যাচের ৭৬ মিনিটের মাথায় রিচার্লিসনকে বিপজ্জনক জায়গায় ফেলে দেন জাপানের ওয়াতারো এন্দো। এতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডান পায়ের শটে পোস্টের বাঁদিক দিয়ে বল সহজেই জালে জড়িয়ে দেন পেলান্টির কিং খ্যাত নেইমার।

এই বিভাগের অন্য খবর

Back to top button