
নিজেদের মাঠে বায়ার্ন এভাবে আগুন ঢেলে দিয়ে যাবে কল্পনায়ও হয়তো আসেনি পিএসজির। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে এসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষেলোর প্রথম লেগে ১-০ গোলের জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। কিংসলি কোম্যানের একমাত্র গোলে শেষ আটের পথে ইউলিয়ান নাগেলসমানের দল।
আসরে একটি ম্যাচও হারেনি বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে ম্যাচে ফেবারিট পিএসজিকে হারিয়ে শেষ আটে এক পা এগিয়ে রাখলো জার্মানরা।
নিজেদের হারিয়ে খোঁজা পিএসজির ওপর বেশিরভাগ সময়ই আধিপত্য বিস্তার করে খেলে বার্য়ান। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল না হলেও ৫৩টি মিনিটে পিএসজির জালে বল খুঁজে পায় কোমেন। সংখ্যাটা দ্বিগুণ করার সুযোগও ছিল তাদের।
এদিকে ম্যাচ শুরুর আগে ইঞ্জুরিতে ভুগছিলেন লিওলেন মেসি ও কিলিয়ান এমবাপ্পে। শুরুর একাদশে মেসিকে দেখা গেলেও এমাবাপ্পে ছিলেন না। মেসি-নেইমার যেন চিরচেনা মাঠে বড্ড অপরিচিত। পরবর্তীতে এমবাপ্পে নামলেও তেমন কিছু করতে পারেনি। বায়ার্নের ডিফেন্সের কাছে পরাস্ত হয়েছে একাধিকবার।
মেসির বলও জালের ঠিকানা খুঁজে পায়নি এদিন। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে। ফিরতি লেগ আগামী ৮ মার্চ বায়ানের মাঠে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে পিএসজি ২-০ গোল দিতে পারলেই শেষ আট যাওয়ার সম্ভবনা থাকবে।