খেলাধুলাফুটবলবগুড়া জেলা

বগুড়ায় গোল্ডকাপ ফুটবলে সেমিফাইনালে ধুনট উপজেলা

ধুনট উপজেলা ফুটবল দল।

বগুড়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে চলছে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
শনিবারের খেলায় ধুনট উপজেলা দল ট্রাইবেকারে ৪-৩ গোলে দুপচাঁচিয়া উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল। ম্যাচের ৩২তম মিনিটে দুপচাঁচিয়ার হয়ে ওসমান প্রথম গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ধুনটের বাদল সমতা ফেরান।
ট্রাইবেকারে ধুনটের ফুটবলাররা দক্ষতা দেখিয়ে জয় নিশ্চিত করে। ম্যাচ পরিচালনা করেন জিব্রিল বাবু, তাকে সহযোগিতা করেন শফি মামুন, জুয়েল শেখ ও আব্দুল মান্নান। ধুনটের রকি হন ম্যান অব দ্য ম্যাচ।
জুলাই শহীদ আবু রায়হানের ভাই মো. বাইজিদ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাকসুদুল আলম বুলবুল, আতিক প্রমুখ। আগামীকাল রবিবার সোনাতলা উপজেলা মুখোমুখি হবে কাহালু উপজেলার।

এই বিভাগের অন্য খবর

Back to top button