
বার্সেলোনা সমর্থকদের ভোটে ক্লাব ইতিহাসের সবচেয়ে প্রিয় খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এই অর্জনে আবেগাপ্লুত আর্জেন্টাইন কিংবদন্তি জানালেন—বার্সেলোনা তার ঘর, আর ক্যারিয়ার শেষে কাতালুনিয়ায় ফিরবেন তিনি।
সাম্প্রতিক সফরে গোপনে ক্যাম্প ন্যু ঘুরে দেখেছেন মেসি। স্টেডিয়ামের পুনর্নির্মাণ কাজ দেখে তিনি স্মরণ করেছেন প্রায় দুই দশকের স্মৃতি, যেখানে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল আর অসংখ্য শিরোপা জয়ে তিনি হয়ে উঠেছিলেন ক্লাবের সর্বকালের সেরা আইকন। সমর্থকদের ভোটে তিনি পিছনে ফেলেছেন ইয়োহান ক্রুইফ, রোনালদিনহো, জাভি ও ইনিয়েস্তার মতো কিংবদন্তিদেরও।
পুরস্কার নিতে গিয়ে মেসি জানান, সমর্থকদের ভালোবাসা তার কাছে বিশেষ এক অনুভূতি। তার ভাষায়, ক্লাব ছাড়লেও সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি। পিএসজিতে যোগ দেওয়ার সময়ের কষ্ট, কিংবা এখন এমএলএসের ইন্টার মায়ামিতে খেলা—কিছুই বার্সার প্রতি তার টান কমাতে পারেনি।
নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে মেসি আবারও স্পষ্ট করেছেন—ক্যারিয়ার শেষে স্থায়ীভাবে বার্সেলোনায় ফিরবেন তিনি। সাধারণ এক সমর্থকের মতো গ্যালারিতে বসে দলকে উৎসাহ দেওয়ার স্বপ্নও প্রকাশ করেছেন এই ফুটবল মহাতারকা। তার কথায়, “জীবনে সবকিছু ইচ্ছেমতো হয় না, কিন্তু বার্সেলোনা আমার ঘর—শেষ পর্যন্ত আমি সেখানে ফিরবই।”



