
বয়স শুধু সংখ্যা—৪০ বছরেও তা আবার প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করে ফুটবল বিশ্বকে মুগ্ধ করলেন পর্তুগিজ তারকা। তার জাদুকরি রাতে আল-নাসর ৪–১ ব্যবধানে উড়িয়ে দিল প্রতিপক্ষকে, নিশ্চিত করল টানা নবম জয়।
রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আল-নাসর। জোয়াও ফেলিক্স ও ওয়েসলির গোল করে প্রথমার্ধেই ২–০ তে এগিয়ে যায় দলটি। বিরতির পর আল-খালিজ একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সাদিও মানের গোল ব্যবধান বাড়িয়ে নেয় ৩–১ এ।
শেষদিকে ডিমিট্রিওস কুর্বেলিস লাল কার্ড দেখে আল-খালিজ ১০ জনে নেমে আসে। ঠিক সেই সময়েই নাওয়াজ বুশালির নিখুঁত ক্রস থেকে রোনালদো উপহার দেন ম্যাচের সেরা মুহূর্ত—চমকপ্রদ এক বাইসাইকেল কিক গোল।
এই জয়ে ৯ ম্যাচে ৯ জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও শক্ত করল আল-নাসর। লিগে রোনালদো ও ফেলিক্সের গোল সংখ্যা এখন সমান—১০।



