খেলাধুলা
প্রধান খবর

আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন বগুড়া সরকারি কলেজ

বগুড়ায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চ ছড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া সরকারি কলেজ। সোমবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে তারা ৪-২ গোলে পরাজিত করে সরকারি আজিজুল হক কলেজকে।

নির্ধারিত সময়ে দুই দলই দারুণ লড়াই উপহার দেয়। মূল খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই শ্রেষ্ঠত্ব দেখিয়ে শিরোপা তুলে নেয় বগুড়া সরকারি কলেজ।

ম্যাচজুড়ে অসাধারণ গোলরক্ষণের প্রদর্শনী করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বগুড়া সরকারি কলেজের গোলরক্ষক সিফাত।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন,জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু,মমিনুর রশিদ শাহিন,খালেদ মাহমুদ রুবেল,মাহফুজুল হক,শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল সহ আরো অনেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button