
জয়ের খরা কাটাতে মরিয়া রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত ভরসা পেলেন কিলিয়ান এমবাপ্পেতে। টানা তিন ম্যাচে না জেতার পর বুধবার চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসকে তাদের মাঠে ৪–৩ গোলে হারিয়ে স্বস্তির জয় তুলে নিলো স্প্যানিশ জায়ান্টরা। সব আলো কাড়লেন এমবাপ্পে—একাই করলেন চার গোল।
ম্যাচের শুরুতেই অলিম্পিয়াকোস এগিয়ে যায়। ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন চিকিনিয়ো। কিন্তু সেই মুহূর্ত থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন এমবাপ্পে।
২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস ধরে দারুণ গতিতে এগিয়ে গিয়ে গোলরক্ষক জোলাকিসকে পরাস্ত করেন তিনি। দুই মিনিট পর আরদা গুলেরের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল। মাত্র ছয় মিনিট ৪২ সেকেন্ডের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম চ্যাম্পিয়নস লিগ হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ফরাসি ফরোয়ার্ড। এর চেয়েও দ্রুত হ্যাটট্রিক আছে শুধু মোহামেদ সালাহর।
চোট পাওয়া চিকিনিয়োর বদলি মেহদি তারেমি ৫২ মিনিটে হেডে ব্যবধান কমান। অসুস্থ থিবো কোর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের গোল বাঁচাতে দায়িত্ব ছিল আন্দ্রি লুনিনের ওপর।
গ্রিসে আগে সাতবার এসে কখনো জেতেনি রিয়াল। এবার সে ইতিহাসও বদলে দিলেন এমবাপ্পে। ভিনিসিয়ুসের পাস থেকে চতুর্থ গোল করে ম্যাচ prácticamente শেষ করে দেন তিনি। পাঁচ ম্যাচে তার গোল এখন মোট নয়, দ্বিতীয় স্থানের ভিক্টর ওসিমহেনের চেয়ে তিন গোল এগিয়ে।
শেষ দিকে আয়ুব এল কাবি গোল করে ব্যবধান কমালেও রিয়াল লিড ধরে রাখে এবং জয় নিয়েই মাঠ ছাড়ে। পাঁচ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ জয়—লিভারপুলের কাছে হারের পর দারুণ প্রত্যাবর্তন।



