খেলাধুলাফুটবল
প্রধান খবর

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ, ছাদখোলা বাসে বরণ সাবিনাদের

প্রথমবার আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সাফল্যের পর দেশে ফিরছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন নারী ফুটসাল দল। তাদের বরণে ছাদখোলা বাস ও আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ছাদখোলা দোতলা বাসে করে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হবে হাতিরঝিল এম্ফি থিয়েটারে। সেখানে নারী জাতীয় ফুটসাল দলের এই ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে দেওয়া হবে আনুষ্ঠানিক সংবর্ধনা।

বিবৃতিতে বাফুফে জানায়,
“নারীদের এই ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। চ্যাম্পিয়ন দলকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রাজধানীর হাতিরঝিল এম্ফি থিয়েটারে নেওয়া হবে।”
ছাদখোলা বাসের সামনে থাকবে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের ছবি এবং উপরে লেখা থাকবে-‘চ্যাম্পিয়নস’

সন্ধ্যায় দেশে ফিরছে দল

বাফুফে জানায়, থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে বাংলাদেশ দল আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

থাইল্যান্ডের হুয়ামাক ইনডোর স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ খেলেছে ৬টি ম্যাচ-এর মধ্যে ৫টি জয় ও ১টি ড্র। মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় সাবিনারা।
২৫ জানুয়ারি ফাইনাল ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। রানার্সআপ ভারত ৬ ম্যাচে পেয়েছে ১২ পয়েন্ট।

আগেও ছাদখোলা বাসে বরণ

নারী ফুটবলারদের ছাদখোলা বাসে বরণ করার ঘটনা বাংলাদেশে নতুন নয়। ২০২২ ও ২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পরও সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমাদের জাঁকজমকপূর্ণ ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button