খেলাধুলা

ব্যাঙ্গালোর’কে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস

আইপিএল-২০২০ এর ১৯তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দিল্লির কাছে কোহলির দল হেরেছে ৫৯ রানের বিশাল ব্যবধানে।

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান করে দিল্লি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২০ রানেই দেবদূত পাড়িকালকে হারায় ব্যাঙ্গালোর। ব্যাঙ্গলোর শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ব্যাঙ্গালোরের সংগ্রহ দাঁড়ায় ১৩৭ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ

দিল্লি ক্যাপিটালস : ১৯৬/৪ (২০ ওভার)
স্টয়নিস ৫৩*, শাও ৪২, পান্ট ৩৭, ধাওয়ান ৩২
সিরাজ ৩৪/৩, মঈন ২১/১, উদানা ৪০/১

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ১৩৭/৯ (২০ ওভার)
কোহলি ৪৩, সুন্দর ১৭, ফিঞ্চ ১৩, সাইনি ১২*
রাবাদা ২৪/৪, অক্ষর ১৮/২, নোকিয়া ২২/২

ফল : দিল্লি ক্যাপিটালস ৫৯ রানে জয়ী।

এই বিভাগের অন্য খবর

Back to top button