খেলাধুলা

লা লিগায় মেসির জোড়া গোলে বার্সালোনার জয়

লা লিগায় গতরাতে জয় পেয়েছে বার্সালোনা। অ্যাতলেটিকো বিলবাও এর বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে বার্সা। বিলবাওয়ের মাটিতে এই জয়ে আলো ছড়িয়েছেন পেড্রি এবং মেসি। মেসি করেছেন জোড়া গোল। একটি গোল করেছেন পেড্রি।

লা লিগায় এখন বার্সার জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। শিরোপা রেসে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই।

লা লিগার এই ম্যাচের শুরুটা অবশ্য ছিল অন্যরকম। ৩ মিনিটেই ইনাকি উইলিয়ামস গোল করে এগিয়ে দেন বিলবাওকে। তবে ১৪ মিনিটের সময় পেড্রি গোল করে বার্সাকে সমতায় ফেরান।

এরপরই মেসি ম্যাজিক। ৩৮ মিনিটে প্রথম গোলের পর ৬২ মিনিটে দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। বার্সা যখন ৩-১ গোলে এগিয়ে তখন ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল শোধ করে বিলবাও। কিন্তু ৯০ মিনিটে করা ওই গোলটি কেবল তাদের পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button