খেলাধুলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

প্রথম ম্যাচে উইকেটে স্পিন ধরেছে বেশ। শোনা যাচ্ছিল রুবেলের জায়গায় তাই সুযোগ পেতে পারেন তাইজুল ইসলাম। তবে, উইনিং কম্বিনেইশন ভাঙেনি টাইগাররা। মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই। অন্যদিকে, ক্যারিবিয় দলে এসেছে এক পরিবর্তন। চেমার হোল্ডারের জায়গায় একাদশে ঢুকেছেন কিয়র্ন ওটলি।

এর আগে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতেছিলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিকরা। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে উইন্ডিজদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, জেসন মোহাম্মদ, আন্দ্রে ম্যাকার্থি, রভমেন পাওয়েল, জশুয়া সিলভা, এনক্রুমা বোনার, কাইল মেয়ার্স, রেমন রেইফার, আকিল হোসেন, কিয়র্ন ওটলি, আলজারি জোসেফ।

এই বিভাগের অন্য খবর

Back to top button