ঢাকা টেস্টে ৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে হারের পর ঢাকা টেস্টে তিন পরিবর্তন নিয়ে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। আর একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ক্যারিবীয়রা।
চট্টগ্রামে ইনজুরি পড়া সাকিব আল হাসান ও বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম বাদ পড়া ছিল নিশ্চিতই। তাদের সঙ্গে বাদ দেয়া পড়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকেও। এই তিনজনের জায়গায় দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন ও আবু জায়েদ রাহী।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার কেমার রোচের জায়গায় আরেক ডানহাতি পেসার আলঝারি জোসেফকে নেয়া হয়েছে দলে।
ওয়ানডে এবং টেস্টের প্রতি ম্যাচে পরিবর্তন আনা ওয়েস্টইন্ডিজ এই ম্যাজে কাউকেই অভিষেক করায়নি।
মিরপুর টেস্টে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, নাজমুল হক শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।