জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে তিন উইকেটে হারাল বাংলাদেশ। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগাররা।
লক্ষ্য খুব একটা বড় নয়। জিততে হলে দরকার ছিল ২৪১ রান। এই রান তাড়ায় সতর্ক শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন দলকে। কিছুক্ষণ পর তামিম সাজঘরে ফেরেন। সে ধারাবাহিকতায় আরও ছয় উইকেট হারায় বাংলাদেশ। তবে সাকিবের ব্যাট আশা যোগাচ্ছিল। এরপর সাকিবের অপরাজিত ৯৬ রানের ইনিংসে ভর করে তিন উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের শুরুটা খুব একটা সুখকর হয়নি। শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। জিম্বাবুয়ের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। সে ধারাবাহিকতায় শেষ পর্যন্ত মাঝারি সংগ্রহ গড়ে তারা। সর্বোচ্চ ৫৬ রান এসেছে ওয়েসলি মাধেভেরে ব্যাট থেকে। এছাড়া অবদান রেখেছেন ব্রেন্ডন টেলর (৪৬), ডিয়ন মায়ার্স (৩৪), সিকান্দার রাজা (৩০) ও রেগিস চাকাভা (২৬)।
মুস্তাফিজুর রহমানের চোটে এই ম্যাচেও সুযোগ পাওয়া শরিফুল ইসলাম ৪ উইকেট নেন ৪৬ রানে। আগের ম্যাচে পাঁচ উইকেট নেওয়া সাকিব ২ উইকেট নেন ৪২ রানে। দারুণ বোলিংয়ে ৩৮ রানে তাসকিন আহমেদের শিকার একটি।