মানসম্মান রক্ষার ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৪ টায়।
সমীকরণে সুপার টুয়েলভে টানা চার ম্যাচ হেরে এরইমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মাহমুদউল্লাহ বাহিনী। তবে ঘরের মাঠ মিরপুরে সম্প্রতি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে অজিদের বিপক্ষে শেষ ম্যাচে জয় তুলেই বাড়ি চায় মুশফিক,লিটনরা।
অপরদিকে সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুটিতে জিতেছে অস্ট্রেলিয়া। তাই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেইফিঞ্চ, ওয়ার্নার দের। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে ৯ ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া। অতীতের সেই সাক্ষাতে ৫ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া আর চার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। যদিও অতীত সমীকরণ, সাম্প্রতিক পারফরম্যান্স এবং অভিজ্ঞতায় বাংলাদেশ দলের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিসেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কু স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিসেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।