খেলাধুলাপ্রধান খবর
পাকিস্তান সিরিজে জাতীয় দলে ডাক পেলেন বগুড়ার তৌহিদ হৃদয়

আসন্ন পাকিস্তান সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে প্রাথমিকভাবে ডাক পেয়েছেন অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী ও মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। একটি বিশ্বস্ত সুত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছে বগুড়া লাইভ।
তৌহিদ হৃদয় বগুড়া জেলার গাবতলী উপজেলার নাগরহাট গ্রামের মোঃ এনামুল হকের ছেলে। তার জাতীয় দলে ডাক পাওয়ার খবরে এলাকা এবং বগুড়া ক্রীড়াঙ্গনে উৎসবের জোয়ার বইতে শুরু হয়েছে।
এর আগে, ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টানা তিন ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তৌহিদ হৃদয়। সে সময়ই দেশের সকলের নজর কাড়েন তিনি। আরও পড়ুন বগুড়ার দুই যুব ক্রিকেটারকে জাতীয় দলে দেখতে চান বিসিবি