খেলাধুলা

সিনিয়রদের থেকে শিখে ও তাদের পরামর্শে নিজেকে গড়ে তুলতে চান হৃদয়

প্রথমবারের মত জাতীয় দলের ক্যাম্পে আসার সৌভাগ্য হয়েছে তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়ের। পাকিস্তান সিরিজের আগে প্রাথমিক দলের অংশ হিসেবে মিরপুরে চালিয়ে যাচ্ছেন কঠোর অনুশীলন। জাতীয় দলের পরিবেশে এসে অভিভূত হৃদয় সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে শিখে নিজেকে আরও শাণ দিতে চান।

অনুশীলনকালে হৃদয়রা পেয়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবালের সান্নিধ্য। চোটের কারণে কয়েকদিন ধরেই মাঠের বাইরে তামিম। তবে ট্র্যাকে ফেরার প্রক্রিয়া হিসেবে শুরু করেছেন অনুশীলন। হৃদয়দের তখন নানা দিক সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন।

হৃদয় বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটাকে আমাদের জন্য খুব ভালো একটা সুযোগ হিসেবে অনুভব করছি। যে সুযোগ পেয়েছি তা কাজে লাগানোর চেষ্টা করব। হতে পারে প্র্যাকটিস, হতে পারে সবকিছু। সিনিয়র ভাইদের কাছ থেকে শেখার চেষ্টা করব।’

তামিমের সাথে মাঠে কী নিয়ে কথা হল? হৃদয় জানালেন, তামিম সবসময় প্রেরণা দেন জুনিয়রদের। তাদের কাছে পেয়ে পাকিস্তান সিরিজ নিয়ে দিয়েছেন পরামর্শ।

‘তামিম ভাই সবসময় প্রেরণা দেয়। সবসময় ভালো ভালো কথা শুনি। কীভাবে আরও ভালো করব, পরের ধাপগুলোতে কী কী মোকাবেলা করা লাগতে পারে। তামিম ভাই শাহীন শাহ আফ্রিদি সম্পর্কে বলছিল; প্রথম ছয় বলের ভেতরে ইয়র্কার মারবে। এসব ছোট ছোট তথ্য আগে থেকে পেলে মাঠে গিয়ে খেলা সহজ হয়। সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে যখন এরকম কিছু পাই, অবশ্যই প্রেরণা পাই।’

জাতীয় দলের রাডারে আসা হৃদয় জানালেন, দলে সুযোগ হোক বা না হোক, অন্তত অনুশীলন ও নিজেকে গড়ে তোলার সুযোগ ভালো করে কাজে লাগাতে চান। তিনি বলেন, ‘সুযোগ পাওয়া বা না পাওয়া আমার হাতে নেই। আমার কাজ হল অনুশীলন। এখানে সুযোগ কাজে লাগাতে চাই। জাতীয় দলের পরিবেশ ও সুযোগ-সুবিধা ভালো করে কাজে লাগানোর চেষ্টা করছি।’

এই বিভাগের অন্য খবর

Back to top button