ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

ডাবল সেঞ্চুরি হাঁকালেন তৌহিদ হৃদয়

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের শেষ দিন বিসিবি নর্থ জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিসিবি সাউথ জোনের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। ১৫৯ রানে বুধবার চতুর্থ দিন শুরু করেন তিনি, বাকি ৪১ রান যোগ করে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম শতককে ডাবলে পরিণত করেন এই ব্যাটসম্যান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তৌহিদ। চলতি বিসিএলে এটি প্রথম ডাবল সেঞ্চুরি।

এর আগে চলতি ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাউথের অমিত হাসান। তিনি ৩৭৩ বলে ১৩১ রান করে সাজঘরে ফেরে। তৌহিদের ডাবল আর অমিতের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে সাউথ জোন। 

নর্থ জোনের ৩৮৫ রানের বিপরীতে ব্যাটিং করতে নেমে সাউথ জোনের এখন পর্যন্ত সংগ্রহ ৬ উইকেটে ৪৭৭ রান। ১৫ রান নিয়ে ফরহাদ রেজা ও ০ রানে মেহেদী হাসান ক্রিজে আছেন। লিড নিয়েছে ৯২ রানের। এই ম্যাচের মাত্র আর দুটি সেশন বাকি, নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের এই খেলা।

এই বিভাগের অন্য খবর

Back to top button