ক্রিকেটখেলাধুলা

বিয়ে করলেন গ্লেন ম্যাক্সওয়েল

২০১৯ সালে অজি ক্রিকেট পুরস্কারের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। ধীরে ধীরে গভীর হয় প্রেম। ২০২০-তে বাগদান পর্বটা সেরে ফেলেছিলেন তারা। আর এবার তামিল পরিবারের মেয়ে বিনি রমনকেই বাড়ির বউ করে আনলেন।

গতকাল শুক্রবার ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাদামাটাভাবেই বিয়ে করলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

ছবিতে দেখা যাচ্ছে, পরস্পরের হাত ধরে রয়েছেন বিনি ও ম্যাক্সওয়েল। দুইজনের আঙুলেই জ্বলজ্বল করছে বাগদানের আঙটি। বিনির পোস্ট করা ছবিতে ধরা পড়েছে একে অপরকে চুম্বনের মুহূর্ত। ম্যাক্সওয়েলপত্নী লিখেছেন, “ভালোবাসা পূর্ণতা খোঁজে।আর আমি তোমার সঙ্গেই পূর্ণতা পাই। ”

এই বিভাগের অন্য খবর

Back to top button