খেলাধুলা

সন্তান হারালেন ক্রিস্টিয়ানো রোনালদো

পুত্র সন্তান হারালেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের গর্ভে ছিল যমজ সন্তান। সোমবার তাদের জন্ম হলো। নবজাতক পুত্রসন্তানটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাটেড তারকা।

সোমবার রাতে মৃত্যুর খবর জানালেন পর্তুগালের অধিনায়ক। ওই পোস্টে শোকে কাতর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই সময় তাদের গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন। টুইটারে রোনালদো লিখেছেন, ‘গভীর শোকসন্তপ্ত হৃদয় নিয়ে আমরা ঘোষণা করছি যে আমাদের নবজাতক ছেলের মৃত্যু হয়েছে। যে কোনো বাবা মার জন্য এটা সবচেয়ে কষ্টের অনুভূতি।’

তিনি আরো বলেছেন, ‘শুধু আমাদের কন্যা সন্তানের জন্ম আমাদের এই মুহূর্তটিকে কিছু আশা ও সুখ নিয়ে বেঁচে থাকার শক্তি দেয়। আমরা চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দিতে চাই তাদের বিশেষ যত্ন ও সমর্থনের জন্য। এই হারানোর শোকে আমরা সবাই বিধ্বস্ত এবং আমরা এই কঠিন সময়ে গোপনীয়তা চেয়ে বিনীত অনুরোধ করছি। আমাদের ছেলে, তুমি আমাদের কাছে অ্যাঞ্জেল। আমরা সবসময় তোমাকে ভালোবাসব।’

রোনালদো চার সন্তানের বাবা, ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ও মাতেও এবং মেয়ে ইভা ও আলানা। অবশ্য যমজ সন্তানের আরেকজন মেয়ে সুস্থ আছে বলেও জানান সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা।

এই বিভাগের অন্য খবর

Back to top button