ক্রিকেটখেলাধুলা

বর্তমান বিশ্বসেরা ব্যাটসম্যান বাবর আজম

শীর্ষ ব্যাটার এখন বাবর আজম। ক্রিকেট মহলে হরহামেশাই বাবরের ব্যাটিং প্রতিভার প্রশংসা শোনা যায়। এবার পাকিস্তানের অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন ড্যানিয়েল ভেটরি। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার বাবর।

বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটকে এক সঙ্গে বলা হয়ে থাকে এসময়ের ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের সঙ্গে নাম উঠে আসছে বাবর আজমের। আইসিসির র‌্যাঙ্কিংয়েও তিন সংস্করণেই উপরের দিকে আছেন পাকিস্তানের অধিনায়ক।

অনেকে মনে করেন ফ্যাব ফোর বাদ দিয়ে সেটিকে ফ্যাব ফাইভ বলার সময় এসেছে। যদিও এ নিয়ে অনেকের ভিন্ন মতও রয়েছে। ভেটরির মতে, সাম্প্রতিক সময়ে ফর্ম বিবেচনায় বাবরই সেরা ব্যাটার।

তিন সংস্করণের ক্রিকেটেই ব্যাটারদের র‍্যাংকিংয়ে সেরা পাঁচের মধ্যে আছেন বাবর। ভেটরি বলেন, ‘সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে বলাটা কঠিন, তবে এই মুহূর্তে বাবর সবচেয়ে ইনফর্ম ব্যাটার।’

বাবর এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪০ টি টেস্ট খেলেছেন। যেখানে প্রায় ৪৬ গড়ে ২৮৫১ রান করেছেন তিনি। সাদা পোশাকে ২১টি হাফসেঞ্চুরির পাশাপাশি ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।

রঙিন পোশাকেও বেশ ধারাবাহিক বাবর। ৮৬ ওয়ানডেতে প্রায় ৫৯ গড়ে ৪২৬১ রান করেছেন তিনি। যেখানে ১৮টি হাফসেঞ্চুরির পাশাপাশি ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে প্রায় ৪৫ গড়ে ২৬৮৬ রান করেছেন বাবর আজম।

এই বিভাগের অন্য খবর

Back to top button