
হঠাৎ করেই ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (৫ জুলাই) দিবাগত গভীর রাতে এ সংবাদ সম্মেলনের ডাক তিনি।
রাতে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় তামিম জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় কথা বলবেন তিনি। তবে স্থান জানিয়ে দেওয়া হবে পরে। তারপর থেকেই আসলে গুঞ্জন চড়া হচ্ছে।
তামিমের ফিটনেস, তার খেলা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই নানা কথা শোনা যাচ্ছিলো। সিরিজ আসলেই তার পিঠের পুরনো ব্যথা বেড়ে যায়, খেলতে পারেন না। তবুও তামিম ঘোষণা দেন, প্রথম ম্যাচ খেলবেন এবং খেলতে নেমে নিজের ফিটনেস পরীক্ষা করবেন। তার এ কথা নিয়েই দারুণ ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শেষ পর্যন্ত সব বিতর্ক পাশে ঠেলে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেন তামিম এবং ব্যাট করতে নামার পর দেখা গেলো খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করছেন তিনি। তার ফিটনেস লেভেলও যে মারাত্মক খারাপ পর্যায়ে, সেটাও স্পষ্ট। ফলে আফগানদের বিপক্ষে বৃষ্টি আইনে ১৭ রানে পরাজয় বরণ করে টাইগাররা।
তামিমের হঠাৎ ডাকা সংবাদ সম্মেলন নিয়ে তাই কৌতুহল বাড়ছে সবার মধ্যেই। কী এমন বলতে পারেন তামিম? ফিটনেস সমস্যার কারণে সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন তিনি? সব মিলিয়ে ধোঁয়াশা রেখে দিলেন তামিম নিজে। আপাতত ১২টা পর্যন্ত অপেক্ষা।