ক্রিকেটখেলাধুলা

আফগানিস্তানকে হারালেও সুপার ফোরে বাংলাদেশের সমীকরণ কঠিন

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর থেকেই নানা হিসাব–নিকাশে ব্যস্ত ছিল ক্রিকেটপ্রেমীরা। সেই সমীকরণের প্রথম ধাপ ছিল আফগানিস্তানকে হারানো। লিটন দাসরা সেটি করতে পারলেও সুপার ফোরের ভাগ্য এখন আর পুরোপুরি বাংলাদেশের হাতে নেই, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার ম্যাচের দিকে।

বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে। তিন দলের মধ্যে সবচেয়ে খারাপ নেট রান রেট (-০.২৭০) নিয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। শীর্ষে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৪ হলেও নেট রান রেট অনেক ভালো (১.৫৪৬)। আফগানিস্তানের পয়েন্ট ২, তবে বিশাল ব্যবধানের এক জয়ের কারণে তাদের নেট রান রেট সবচেয়ে বেশি (২.১৫০)।

বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হলো—শ্রীলঙ্কা যদি শেষ ম্যাচে জেতে, তবে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের ৪ এবং আফগানিস্তানের ২। সেক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিতভাবেই সুপার ফোরে চলে যাবে।

কিন্তু আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায়, তবে হিসাবটা জটিল হয়ে যাবে। আফগানদের সুপার ফোর নিশ্চিত করতে লঙ্কানদের অন্তত ৬৫ রানে হারাতে হবে। আর রান তাড়া করতে হলে জিততে হবে অন্তত ৫০ বল হাতে রেখে।

বাংলাদেশের অবস্থান আরও শক্ত হতে পারত যদি তারা আগের ম্যাচগুলোতে কিছু সুযোগ কাজে লাগাতে পারত। হংকংয়ের বিপক্ষে ম্যাচটা দ্রুত শেষ করলে, কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং একটু আঁটসাঁট হলে নেট রান রেট ইতিবাচক হতে পারত। এমনকি আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে বড় ব্যবধানে জেতার সুযোগও ছিল। তবে শেষ পর্যন্ত ছোট ব্যবধানে জয় পাওয়ায় নেট রান রেটের দুর্বলতাই এখন তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

বাংলাদেশ যদিও ম্যাচ জিতেছে, কিন্তু সমীকরণ মেলেনি পুরোপুরি। শেষ পর্যন্ত নেট রান রেটই হয়তো তাদের ভাগ্য নির্ধারণ করবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button