
ছবি: সংগৃহীত
সুপার ফোরে ওঠার লড়াইয়ে শ্রীলংকা–আফগানিস্তান ম্যাচের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। নিজেদের খেলা শেষ হয়েছিল দুদিন আগেই। শেষ পর্যন্ত নাটকীয় এক ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় শ্রীলংকা। তাদের সঙ্গেই পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশ।
সুপার ফোরে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
- ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলংকা, রাত ৮টা ৩০ মিনিট, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
- ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত, রাত ৮টা ৩০ মিনিট, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
- ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান, রাত ৮টা ৩০ মিনিট, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম।
সুপার ফোর থেকে সেরা দুই দল খেলবে ফাইনালে। এখন প্রশ্ন—বাংলাদেশ কি পারবে সুপার ফোর পেরিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছাতে?