ক্রিকেট
প্রধান খবর

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিকবার ইমেইল যোগাযোগ ও ভার্চুয়াল বৈঠক করেও বিসিবিকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে এবার সরাসরি আলোচনার জন্য বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ড সভাপতির বরাত দিয়ে তিনি জানান, আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসতে পারে-যদিও বিষয়টি এখনো শতভাগ চূড়ান্ত নয়।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের ম্যাচ বর্জনের আল্টিমেটামের মধ্যেই রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হাজির হন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি ক্রিকেট নিয়েও কথা বলেন তিনি।

বিশ্বকাপ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন,
“আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি-আমাকে আমিনুল ইসলাম সাহেব জানিয়েছেন যে আইসিসির একটা টিম বোধহয় বাংলাদেশে আসছে কথা বলার জন্য। আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই।”

এসময় তিনি আরও জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে অত্যন্ত আগ্রহী। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের বিকল্প পথ রয়েছে বলে বিশ্বাস করে সরকার ও বিসিবি।

ক্রীড়া উপদেষ্টা বলেন,
“আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই। এটা আয়োজন করা অসম্ভব না বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

এর আগে ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছিল বিসিবি। এরপর দুই পক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা হয়। সর্বশেষ ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও বোর্ড নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে দেয়।

এই পরিস্থিতিতে আইসিসির প্রতিনিধি দলের সম্ভাব্য ঢাকা সফর বিশ্বকাপ আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button